CMD Command Promote | Most Useful Command

CMD Command Promote | Most Useful Command

CMD বা কমান্ড লাইন বলতে যেটা বুঝায় সেটা হলো কম্পিউটারের সাথে কমনিউকেট করার জন্য এর ভাষার কয়েকটা কি-ওয়ার্ড শিখা এবং পাশাপাশি সেগুলো ব্যবহার করে কম্পিউটার কে আদেশ দেওয়া যে, ভাই আমার একটা কাজ আছে এবং তোমাকে এটা এভাবে করতে হবে।

অনেক সময়েই আমাদেরকে পিসিতে বিভিন্ন কমান্ড রান করতে হয়। কিন্তু এতসব কমান্ড মনে রাখা আর কোন কমান্ড দিয়ে কি কাজ করা যায়, তা নিয়ে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। আজকে উইন্ডোজ কমান্ড সম্পর্কিত এমন কিছু টিপস এবং ট্রিক আপনাদের সাথে শেয়ার করব যা কাজে লাগিয়ে খুব সহজেই আপনি বিভিন্ন কাজ করতে পারবেন খুব সহজেই।




CMD বা কমান্ড লাইন অনেক ভাবে ওপেন করা যায় আমি সবচেয়ে সহজে যেভাবে ওপেন করি সেটায় বলছি-
WINDOWS + R Type CMD এভাবে করা যায় অথবা RUN AS ADMINISTRATOR মোডে ওপেন করতে CTRL+SHIFT+ENTER  দিলেই  হবে।
তাছাড়া সার্চবারে CMD লিখলেই চলে আসবে।

আমার সবচেয়ে বেশি ব্যবহৃত এবং মোস্ট ইউজফুল এবং ইন্টারেস্টিং কমান্ডের লিস্ট সেয়ার করছি আশা রাখি আপনাদের সবারই উপকার হবে। এই লিস্ট প্রতিনিয়ত আপডেট করবো ইনশা-আল্লাহ্ ।

মোবাইল ভিউতে এই টেবিলটি দেখতে একটু সমস্যা হতে পারে
যার জন্য দুঃখিত্ব, তবে মোবাইলটাকে রোটেট করে নিলে আর সমস্যা হবে না।

NO.

COMMAND NAME

TYPES AND FUNCTIONS

 

01

cls

টার্মিনাল ক্লিয়ার করতে

 

02

color ?

ডিসপ্লে কালার চেইন্জ

 

03

color 0a

কালার চেইন্জ

 

04

color

কালার রিসেট

 

05

title স্পেস নাম

ইচ্ছা মতো টাইটেলের নাম দেয়ার জন্য

 

06

prompt test name

C:\> এগুলোর  পরিবর্তে যেকোন নাম দেয়া

 

07

prompt ইন্টার

ডিফল্ট C:\> করা

 

08

প্রেস অ্যারো কী

রিসেন্ট কমান্ড

 

09

প্রেস F7

সাজেস্ট রিসেন্ট কমান্ড

 

FILE FOLDER ACCESS

01

dir

লোকেশন ইনফর্ম

 

02

cd desktop

যেমন ডেক্সটপ ফোল্ডার দেখতে

 

03

dir/a

হিডেন ফাইল গুলো সহ দেখতে

 

04

cd ..

আগের ফোল্ডারে যেতে

 

05

cd ../..

একসাথে দুই ফোল্ডার বেক করতে

 

06

mkdir new

নতুন ফোল্ডার তৈরী করতে

 

07

rmdir new

ফোল্ডার delete করতে

 

08

rmdir /s

ডকুমেন্ট সহ ফোল্ডার ডিলেট

 

09

cd প্রেস ট্যাব

সব ফোল্ডার এক এক করে দেখা

 

10

cd a প্রেস ট্যাব

ফোল্ডারের প্রথম অক্ষর দিয়ে ফিল্টার করা

 

11

echo>name.text

কোন ফাইল তৈরী করতে

 

12

echo প্রয়োজনীয় লিখা>name.txt

লিখা সহ ফাইল তৈরী করতে

 

13

file name.jpg

ফাইল ওপেন করতে নাম লিখে এন্টার করতে হবে

 

14

dir/s

সমস্ত ফাইল গুলো দেখা

 

15

dir/s /b

 

BEST COMMEND

01

date

তারিখ দেখার জন্য

 

02

date /text

শুধু তারিখ দেখার জন্য

 

03

time

টাইম দেখার জন্য

 

04

time /text

শুধু টাইম দেখার জন্য

 

05

tasklist

রানিং সফ্টওয়্যার গুলো দেখতে

 

06

tasklist /v

ডিটেলস সহ রানিং সফ্টওয়্যার গুলো

 

07

doskey /history

আজকে CMD তে কি কি কমান্ড করা হয়েছে

 

08

ver

উইন্ডোজ বার্সন চেক করতে

 

09

ipconfig

IP Configuration Check

 

10

ipconfig /all

All IP Configuration Check

 

11

start www.fast.com

ওপেন ওয়েব সাইট

 

12

ping www.fast.com

ওয়েব সাইট আইপি ঠিকানা চেক

 

13

ipconfig | clip

যেকোন কমান্ডের রেজাল্ট কপি করতে

 

14

systeminfo

System info Check

 

15

tree

Graphical Representation of every File Recently Used

 


#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
Youtube Channel Image
Rakib Pixel Subscribe To Watch More Best Tutorials
Subscribe