তোল তাকবীর
“পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান ছড়িয়ে
মুমিনের সিনায় সিনায় রক্ত তোফান দাও ভরিয়ে”
অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বল
এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চল
জিহাদের তাকবীরে ফের জাগরে যোগের বীর সালাহ্ উদ্দীন
ইহুদের হাত আকসা ছিনে আন আনরে ফিলিস্তিন
ছুটে আয় বীন কাসিম আর গজনবী ঘড়ির মত সব বীর
কেড়ে আন মুসরিকিনের হাত হতে মুসলিম ভূমি কাশ্মির
তোল তাকবীর তোল তাকবীর তোল তাকবীর”
এদিকে ভারত বুকে মরছে ধুকে সহস্র জানবাজ
ওদিকে ভুক পিয়ালায় যাচ্ছে ভেসে ভন্ড আরব রাজ
এদিকে ঝরছে বোমায় লক্ষ মাসুম অবুঝ শিশুর প্রাণ
ওদিকে বিশ্ব মরল সংজ্ঞ শোনাই হিওমেটির গান
“জাগরে তুর্কি আরব বঙ্গ মালই বাক সেনা দল
সমরের শক্তিতে আজ সব মিলে হও শক্ত সবল”
এ লড়াই ঘটবে ভিষণ চলছে মিশন ঐ শিবিরে
কেন হায় জাগছ না দূর্বার গতিতে চলছ ধীরে
জাগ অর্থে জাগ অশ্রে জাগ ঐকে জাগ আজ সব
রুখ বিশ্বের বুকে মুসলিম বিনাসের উদ্ধত উৎসব
জ্ঞান বিজ্ঞান বোঝে নাও শুক্তি বারাও তথ্য প্রযুক্তির
গণ মাধ্যাম গড় দুষমন শিবিরের দূর্গে দরাও চীর
তোল তাকবীর তোল তাকবীর তোল তাকবীর”
“পৃথিবীর দেশ ভাষা জাত পাত ভুলে মুসলিম সবে এক হও
ওরা সব এক হয়ে আজ করছে লড়াই তোমরা তো এক নও”
কত আর শইবে হাজার লাঞ্ছনা আর দাসত্ব শৃঙ্খল
কত আর দেখবে মায়ের বুক ফাটা নাত বোনের অশ্রু জল
“পৃথিবীর চূড়াই চূড়াই আমার এ ডাক দাও শুনিয়ে
আমি ডাক দিচ্ছি দ্রোহের সুর তোলে আজ গুনগুনিয়ে”
এ আওয়াজ ইস্রাফিলের শিঙ্গা হয়ে বাজবে শেষে
জালিমের ভাঙ্গবে প্রাসাদ এই আওয়াজের তীব্র রেশে
ওঠ গর্জে দুনিয়ার সব মুজাহিদ মুক্তি পাগল প্রাণ
ভরসা দিন আরাকান সিরিয়া ইরাক লও কেড়ে আফগান
জেনে নাও ঐ হিমালই স্রিঙ্গ হতেও উচ্চ তোমার শীর
বহুকাল ভয় পেয়ে নয় র্নিভয়ে একদিন বাঁচ হে বীর
তোল তাকবীর তোল তাকবীর তোল তাকবীর”
“পৃথিবীর কোনায় কোনায় আমার এ গান ছড়িয়ে
মুমিনের সিনায় সিনায় রক্ত তোফান দাও ভরিয়ে”
অধিকার করতে আদায় লড়তে হবে সবকে বল
এ লড়াই আসছে ঘনে প্রস্তুতি নাও সামনে চল
তুমি আমার মনের ঠিকানা
তুমি আমার মনের ঠিকানা আমি তোমারই দিওয়ানা”
তোমারই বিরহ মানে না তুমি দূরে দূরে থেকনা
তুমি আমার মনের ঠিকানা আমি তোমারই দিওয়ানা
তোমারই জন্যে আলোকিত হলো নিখীল এই জাহান
তোমার পরস পেয়ে পাপী-তাপী পেল মুক্তির প্রাণ
ওগো তুমি আলামিন সায়্যীদুল মুরসালীন
তুমি হে প্রিয় নবী আরাদনা
তুমি আমার মনের ঠিকানা আমি তোমারই দিওয়ানা”
তুমি আমারই মনের মাঝে আছো মিশে
তোমায় ভুলব কেমন করে
আমায় জলদি করে নাও ডেকে তোমারই কাছে”
মানেনা........অবুঝ এই মন শুনে না বারন
যেকে চাই উড়ে উড়ে দূর মদিনা
তুমি আমার মনের ঠিকানা আমি তোমারই দিওয়ানা””
শুকনো এ মরুভূমিতে দাও
আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্
আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্
শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল
উভয় জাহানে চায় যে শুধু সেই প্রেমের ফসল
শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল
উভয় জাহানে চায় যে শুধু সেই প্রেমের ফসল
হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা
এই মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা...
আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্
আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্
প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর
সেই সুরেরই তরঙ্গে মন যায় ছুটে বহুদূর
প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর
সেই সুরেরই তরঙ্গে মন যায় ছুটে বহুদূর
ঘুমন্ত হৃদয়ে.. মেবারক স্রোত যায় বয়ে
ভলোবাসার পরম সুখে .. মুখে উঠে আল্লাহ্ ...
আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্
আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্
আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ ..............
যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার
তোমার প্রেমের শুধা পেতে থাকে যে বেকারার
যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার
তোমার প্রেমের শুধা পেতে থাকে যে বেকারার
তুমি ছাড়া মুমিন হৃদয় শুধু মূরু ধু-ধু
এই গলেতে দাও পড়িয়ে তোমার প্রেমের মালা
আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্
আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্
শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল
উভয় জাহানে চায় যে শুধু সেই প্রেমের ফসল
শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল
উভয় জাহানে চায় যে শুধু সেই প্রেমের ফসল
হৃদয়কে উজালা করে দাও, দূর করে জ্বালা
এই মন যেন তোমার প্রেমে থাকে যে উতলা...
যে ঈমান প্রয়োজনে,,, জলে উঠে না
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না ।।
যে ঈমান বাস্তবে নাই
যে ঈমান অন্তরে নাই
মুখে ফোটায় কথার কলি
কিভাবে তারে বলো ঈমান বলি ।।
যে ঈমান দিন কায়েমের অন্দোলনের ধারধারে না
যে ঈমান লেবাস ধারি কোরান হাদিস তাও পড়ে না
যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়
যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত ও না হয় ।।
যে ঈমান বাস্তবে নাই
কথার ছলে ফাঁকা বুলি ।।
কি ভাবে তারে বলো ঈমান বলি ।।।
যে ঈমান, ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে
যে ঈমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে
যে ঈমান মসজীদে রয় খায়দায় আনন্দ করে
যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে
যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে ।।
যে ঈমান ময়দানে নয়
মঞ্চে ফোটায় কথার কলি
কি ভাবে তারে বলো ঈমান বলি ।।
যে ঈমান প্রয়োজনে
যে ঈমান প্রয়োজনে,,, জলে উঠে না
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না ।।
যে ঈমান বাস্তবে নাই
যে ঈমান অন্তরে নাই
মুখে ফোটায় কথার কলি
কিভাবে তারে বলো ঈমান বলি ।।
যে ঈমান দিন কায়েমের অন্দোলনের ধারধারে না
যে ঈমান লেবাস ধারি কোরান হাদিস তাও পড়ে না
যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়
যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত ও না হয় ।।
যে ঈমান বাস্তবে নাই
কথার ছলে ফাঁকা বুলি ।।
কি ভাবে তারে বলো ঈমান বলি ।।।
যে ঈমান, ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে
যে ঈমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে
যে ঈমান মসজীদে রয় খায়দায় আনন্দ করে
যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে
যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে ।।
যে ঈমান ময়দানে নয়
মঞ্চে ফোটায় কথার কলি
কি ভাবে তারে বলো ঈমান বলি ।।
যে ঈমান প্রয়োজনে জলে উঠে না
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না ।।
যে ঈমান বাস্তবে নাই
যে ঈমান অন্তরে নাই
মুখে ফোটায় কথার কলি
কিভাবে তারে বলো ঈমান বলি ।।
ঈমানের সৈনিকেরা
ঈমানের সৈনিকেরা ভয় পেয়ো না রাত্রি আধার হচ্ছে বলে
”তত রাত হোকনা আধার আসবে সকাল সময় হলে”
এ স্বাধীন জন্মভূমির রক্ষিরা সব প্রস্তুতি নাও দিন বদলে
”এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে”
”জালিমের থামবে জুলুম আর কটা ধৈর্য ধর
ছোট হার নাও শয়ে আজ সামনে বিযয় আসবে বড়”
”কত আর রাজপথে লাস পড়বে এবার লড়াই কর”
”এসময় পাল্টে যাবে উল্টো বাতাস বইবে ঝোড়”
শহিদের রক্ত দ্বারাই, এদেশের পাড়াই পাড়াই
”সময়ের এক ইশারাই লক্ষ আগুন উঠবে জ্বলে”
”দেখ মার্কিন ভারতের চলছে আতাত এদেশ ঘিরে
দেখ চিন মায়ানমারের জাল আমাদের ঘিরছে ধীরে”
”দেখ মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত গভরে “
”দেখ ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে”
হে তরুন নাই দেরী আর, জাগো আজ হও হুশিয়ার
”এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে”
”ওরা ইসলাম যদি চাই বাদ দিতে সংবিধান থেকে
মোরা ইসলাম দিয়ে এই রাষ্টটাকেই রাখব ঢেকে”
ওরা কুরআনকে অসম্মান যদি দেয় দেখব সে কে “
কাফনের পড়ব কাপর গায় শহিদের রক্ত মেখে”
বিজাতির নগ্ন চালে, চেতনার অন্তরালে
দেবনা দেশকে যেতে শয়তানি চক্রের দখলে”
যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোড় দেখাবে
অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপড়ে যাবে”
জনতার রোস থেকে সব দেখব তখন কই পালাবে”
অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে”
মুমিনের এই মাটিতে ঈমানের এই ঘাটিতে
মুনাফিক নর্তমাদের পিসবো সেদিন পায়ের তলে “
”কৃষকের কাস্তে কোদাল উঠবে সেদিন লক্ষ হাতে
শ্রমিকের খন্তি সাবল ছুটবে সেদিন দেশ বাঁচাতে”
কোটি প্রাণ জাগবে সেদিন রক্ত রঙিন লাল প্রভাতে “
আজানের বাজবে ধ্বনি ঐ পাহাড়ের সব চূড়াতে”
ওরা সব ভাগবে ওরে, শত জাল ছিন্ন করে
রবে দেশ মুক্ত স্বাধীন দ্বীন ঈমানের ঝান্ডা তলে“
ঈমানের সৈনিকেরা ভয় পেয়ো না রাত্রি আধার হচ্ছে বলে
তত রাত হোকনা আধার আসবে সকাল সময় হলে
এ স্বাধীন জন্মভূমির রক্ষিরা সব প্রস্তুতি নাও দিন বদলে
এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে
ওওও দ্বীন ঈমানের সৈনরা সব প্রস্ততি নাও তৈরী হও
জন্মভূমির রক্ষিরা সব প্রস্তুতি নাও তৈরী হও
দেশ জুড়ে তাহহিদবাদি সব দেশ প্রেমি আজ তৈরী হও
সব শরযন্ত্রের বেড়া জাল ছিড়তে এবার তৈরী হও
সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরী হও
দ্বীন কায়েমের জন্যে জীবন হয় হবে শেষ তৈরী হও
দেশ জুড়ে তাহহিদবাদি সব দেশ প্রেমি আজ তৈরী হও
সব শরযন্ত্রের বেড়া জাল ছিড়তে এবার তৈরী হও
দ্বীন ঈমানের সৈনরা সব প্রস্ততি নাও তৈরী হও
জন্মভূমির রক্ষিরা সব প্রস্তুতি নাও তৈরী হও
দেশ জুড়ে তাহহিদবাদি সব দেশ প্রেমি আজ তৈরী হও
সব শরযন্ত্রের বেড়া জাল ছিড়তে এবার তৈরী হও
সত্যিকারের মুক্ত স্বাধীন করতে স্বদেশ তৈরী হও
দ্বীন কায়েমের জন্যে জীবন হয় হবে শেষ তৈরী হও
এশকে মুহাম্মাদ
প্রেমের উপর দুনিয়া চলে
প্রেমের শুরু কোথায় তাহলে ||
প্রেমের পরে স্বয়ং খোদা
সৃষ্টি করেন তামাম বসুধা ||
দুনিয়া চলে দিন রাত চলে
তার প্রেম করে আবাদ ||
আসমান বলো জমিন বলো
ইশকে মুহাম্মাদ....ইশকে মুহাম্মাদ ||
গোলাপ, জবা,জুঁই,চামেলী
আসমান জুড়ে চাঁদ রুপালী ||
নদী,সাগর, প্রেম মিতালী
সবুজ মায়া, রৌদ স্বর্ণালী ||
যত সুন্দর আছে ভবে
রূপের ঝলক আছে সবে ||
তার রূপে তার সুন্দরে
তার গৌরবে আবার ||
হুসনে মুহাম্মদ...ইশকে মুহাম্মাদ ||
যত কিছু খুশি বিলায়
প্রাণের মেলায়, সুখের বেলায় ||
হাসি হাসি ভুবন ভোলা
পুলক জাগা ছন্দে দোলা ||
আনন্দ উৎসব ও উল্লাস
বাঁধন হারা যত উচ্ছাস ||
তার দিলকারা সেই জান্নাতি
মুচকি হাসির আবাদ ||
ইশকে মুহাম্মাদ.....
তোমার তরে অশেষ দূরুদ
“তোমার তরে অশেষ দূরুদ লক্ষ কোটি নাত
ছোট্ট জীবন তোমায় দিলাম রাসূল মুহাম্মাদ”
হে রাসূলে আরাবী চোখ বুঝে তোমায় ভাবি”
দীদার দিয়ে ধন্য কর এই জীবনের স্বাদ
রাসূল মুহাম্মাদ রাসূল মুহাম্মাদ রাসূল মুহাম্মাদ ”
তোমারই প্রেমে ব্যকুল হয়ে কাঁদছি রাতের শেষ
কাল শাফায়াত পেতে খোদার করছি আরজি পেশ
তাহাজ্জুতে তোমার কথা বলছি কেঁদে নিত্য সদা ”
বিচারপতি খোদার কাছে তুলছি মোনাজাত
হে রাসূলে আরাবী চোখ বুঝে তোমায় ভাবি”
দীদার দিয়ে ধন্য কর এই জীবনের স্বাদ
রাসূল মুহাম্মাদ রাসূল মুহাম্মাদ রাসূল মুহাম্মাদ ”
বকের সমান ধৈর্য নিয়ে গুনবো প্রহর দিন
ওমর হয়ে ঝান্ডা ন্যায়ের তুলবে আরব চীন
যুদ্ধে হবো হামজা আলী কায়েম হবে যুগ সোনালী”
ওয়াসকুরনী ভাঙবে আবার তোমার প্রেমের দাঁত
হে রাসূলে আরাবী চোখ বুঝে তোমায় ভাবি”
দীদার দিয়ে ধন্য কর এই জীবনের স্বাদ
রাসূল মুহাম্মাদ রাসূল মুহাম্মাদ রাসূল মুহাম্মাদ ”
গুনাহের ঘোর আঁধার
গুনাহের ঘোর আঁধার ছেয়ে গেছে হৃদয় আঁকাশ
আমল শূন্য হিসেব নামা পড়ে গেছে হাজার খতা
পাপের অ অনুতাপে ভেতরঅ দেহ জ্বলে
হে মালিক হে মালিক হে মালিক
মন আমার অনুতাপী মন আমার অনুতাপীদু দিনের মায়াজালে ভাবিনী দিল খুলে
চোখেরই সিমাই আসে যায় ভাবিনী অবাদি লুফছি তা
তোমার কাছে দুহাত তুলে ক্ষমার নজর ভিখাড়ী
মন আমার অনুতাপী মন আমার অনুতাপী
খাহিসের পিছে ঘুড়ে থামিনি পথ ভুলে
পাপেরই ছায়া সদা...দেখিনি চোখে হুকুমে খোদা
রহমঅ চেয়ে ক্ষমা চেয়ে দয়ার ফোটা ভিখাড়ী
মন আমার অনুতাপী মন আমার অনুতাপী
হে মালিক হে মালিক হে মালিক
মন আমার অনুতাপী মন আমার অনুতাপী
মসিবতে না পাই যদি
মসিবতে না পাই যদি করুনা
তোমার কবরে হাশরে কি হবে আমার”
আছি গো ডুবে আমি
পাপেরই সাগরে না যানি কি হবে ওপারে হাশরে
তোমারই সুপারিশ বিনে কেমনে পার….
কবরে হাশরে কি হবে আমার”
মসিবতে না পাই যদি
করুনা তোমার কবরে হাশরে কি হবে আমার”
নবী নবী নবী নবী নবী নবী নবী
তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর
পথ বলেছ সে পথে মিলবে রহমত
কেন যে ভুল পথে আমি করলাম জিবন পার..
মসিবতে না পাই যদি করুনা
তোমার কবরে হাশরে কি হবে আমার”
আমি লিখি গান কবিতা
আমি লিখি গান কবিতা, তোমার নামে
আমি জপি তোমারই নাম, দমে দমে
আমি লিখি গান কবিতা, তোমার নামে
আমি জপি তোমারই নাম, দমে দমে
সবকিছু ডাকে তোমায় সারাক্ষণ
ডাকে নদী,পাহাড়ে প্রস্রবণ
তব নূরে করো হৃদয় উজ্বালা
যেনো ডাকে তোমাকে সারাবেলা
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ
মেরে দিল মে নাম হে তেরা
মুজকো কারিব কারলো জারা
মেরে দিল মে নাম হে তেরা
মুজকো কারিব কারলো জারা
জাপতে রাহূ মে হার দাম
মেরে পেয়ার, মেরে মওলা তেরে নাম
সবকিছু ডাকে তোমায় সারাক্ষণ
ডাকে নদী,পাহাড়ে প্রস্রবণ
তব নূরে করো হৃদয় উজ্বালা
যেনো ডাকে তোমাকে সারাবেলা
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহ
ইয়া মুজিরু
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির”
আমার সাহরী আমার ইফতার আমার নামাজ তুমার জন্যে
আমার সিজদা আমার সিয়াম সকল তাসবিহ তোমার জন্যে
বিনিময় ইলাহি গুনাহের চাই মাফি
আমিতো ডুবে আছি পাপের অরণ্যে
ইন্নি আস’আলুকাল জান্নাহ ওয়া আ’উজুবিকা মিনান’নার”
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির”
থেকেছি উপবাস না ছুঁই-নি কিছু আজ
ভেবেছি দয়াময় হবে তুমি নারাজ
গোপনে আড়ালে তুমারি তো ভয়ে”
আকিনি কালিমা অঙ্গে
ইন্নি আস’আলুকাল জান্নাহ ওয়া আ’উজুবিকা মিনান’নার”
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির”
রমজান পেয়েও না করি গুনাহ্ মাফ
রয়েছে নবীজির লা’নত অভিশাপ
দূর্বল ঈমানে এ কমজোর ইবাদাত
মাঞ্জুর করে নাও পূণ্যে
ইন্নি আস’আলুকাল জান্নাহ ওয়া আ’উজুবিকা মিনান’নার”
ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির”
শীর বেধে আমাামা
শির বেধে আমামা মুখে তাকবির
বাজিয়ে দামামা হাতে শামসীর (২)
চলো আগে চলো,,চলো আগে চলো
আগে চলো হে বিপ্লবী বীর (২)
ধমনিতে তোর বহে বিপ্লবী খুন
শিরায় শিরায় জ্বলে ঈমানি আগুন (২)
বাঁশের কেল্লা ফের উঠবে গড়ে (২)
হতে হবে তোকে তাই তিতুমীর
চলো আগে চলো,,চলো আগে চলো
আগে চলো হে বিপ্লবী বীর (২)
ওমর খালিদের সেই তলোয়ার
গরজে ওঠেনা কেনো করে হাহাকার (২)
মাজলুমানের শোনো রুনাজারি (২)
জালিমের মসনদ করছো উচির
চলো আগে চলো,,চলো আগে চলো
আগে চলো হে বিপ্লবী বীর (২)
শির বেধে আমামা মুখে তাকবির
বাজিয়ে দামামা হাতে শামসীর (২)
চলো আগে চলো,,চলো আগে চলো
আগে চলো হে বিপ্লবী বীর (৪)
বাংলাদেশ
জেগে আছি আমরা তমোর দুঃসাহসি দূর্ণিভার
আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি
তুমি রূপ কথার চমক স্বাধিনতার অহংকার
প্রিয় বাংলাদেশ আমার……………
হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নত শীর
জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তুলা বীর
পরাজীত করেছিলে তুমি ৭১ এর পাক হানাদার
প্রিয় বাংলাদেশ আমার……………
নতুন করে যদি আবার , চোখ ফেলে কোন হানাদার
১৬ কোটি জনতার হাত অবিরাম করবে আঘাত
ধূলয় উড়িয়ে দিব সব স্বদেশের যত গাদর্দার
প্রিয় বাংলাদেশ আমার……………
নেই কেহ আল্লাহ বিনে
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে জপ এই নাম সবে ধ্যানে মনে
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে জপ এই নাম সবে ধ্যানে মনে
দূর দূর যত দূর দেখছ দূর সিমানায় সব কিছু ছুটে চলে কার মোহনায়
নিখিলের নিপনতা দেখে দেখে……..আঁখি জুরে যায়
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে জপ এই নাম সবে ধ্যানে মনে
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে
ঝর ঝর ঝরণা ঘেরা এই পৃথিবী হৃদয়ে একে যায় তারই ছবি
কল কল কলল্ললই সাগরে নয়ন জুরে দেয় দৃশ্য ভরে
কোকিল পাখিরা কারই নামে গেয়ে গেয়ে যায়
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে জপ এই নাম সবে ধ্যানে মনে
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে
গুন গুন ভ্রমরের গুঞ্জনানী মন ভলে দেই সে শব্দ ধ্বনি
রিমজিম বৃষ্টির বৈচিত্র বাণী তরিৎ গর্জনে কার নামটি শুনি
হিমেল হাওয়া কারই নামে বয়ে বয়ে যায়
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে জপ এই নাম সবে ধ্যানে মনে
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে জপ এই নাম সবে ধ্যানে মনে
দূর দূর যত দূর দেখছ দূর সিমানায় সব কিছু ছুটে চলে কার মোহনায়
নিখিলের নিপনতা দেখে দেখে……..আঁখি জুরে যায়
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে জপ এই নাম সবে ধ্যানে মনে
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে জপ এই নাম সবে ধ্যানে মনে
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে জপ এই নাম সবে ধ্যানে মনে
নাই নাই নাইরে এক আল্লাহ বিনে
যে স্লোগান ধ্বনিত হয়
যে স্লোগান ধ্বনিত হয় আরশে আজীম।
যে স্লোগান মুমিন প্রাণে সাহস দেয় অসীম।
সেই স্লোগান রুখে দেবে সাধ্য আছে কার,
শত বাঁধা সম্মুখে বলবো বারে-বার--
নারায়ে তাকবির"আল্লাহু আকবার"
লিল্লাহি তাকবির আল্লাহ আকবার -
★
মুসলিম আমরা এক আল্লাহ্ করি ইবাদাত।
মানিনা মানবোনা কোন জাহিলি মতবাদ।
দুনিয়ার কাছে মাথা নত করিনা--
জালিমের খর্গতাপে আমরা ডরি না,
বীরের মত লড়ে যাবো উচু করে শীর--
লিল্লাহি তাকবির,আল্লাহ আকবার ---
★★
পৃথিবীর সব শুভ ফুল আমরা ফুটিয়েছি।
সাম্যের সেই মহান বাণী আমরা শুনিয়েছি।
অস্থির এ বিশ্বে আবার সস্তি ফেরাতে,
আয় তোরা ফিরে কোরআনের ছায়াতে,
তবেই পাবে মুক্তি আসবে সোনালী ভোর --
নারায়ে তাকবির"আল্লাহু আকবার"
নারায়ে তাকবির আল্লাহ আকবার ---
আমগো দেশে ফেইসবুক
ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে
দেখতে গেলে শেষ হবে না অল্প দেখ ভাই,
পোলা মাইয়া জুয়ান বুড়া একি রোগে খাইছে ধড়া,
আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ।২
যে যাই কিছু বলোক না কেন গায়ে লাগে না
আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না
আমগো দেশে… আমগো দেশে…
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না ।৪
আদব আখলাক কারে বলে কিছুই জানে না
বড়দের সম্মান করা মানতে পারে না
একজনে একাধিক আইডি চালায় ভাই
ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই
জোয়ান মরদ পোলায় সাজে ফেইসবুকেতে মাইয়া
মাইয়ারা সব পোলা হইছে ফেইসবুক পাইয়া
কি আজব জামানাতে আমরা পড়লাম ভাই
কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই
এ সুবিধা ফেইসবুক দিছে আর কেউ দেবে না
আমগো দেশে… আমগো দেশে…
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না ।৪
যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে
অন্যের ভাল দেইখা শুধু হিংসায় জ্বইলা মরে
পড়া লেখা কর্মকান্ড সব কিছু বাদ দিয়া
পিচ্ছি পোলায় চালায় ফেইসবুক গভীর মন দিয়া
দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া-বিবাদ হয়
সরাসরি না কইয়া সব ফেইসবুকেতে কয়
ফেইসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে
বকলম সব বলদ গোলা বিচাড়পতি হইছে
যখন তখন মনগড়া রায় করে ঘোষনা
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না ।৪
লাইক কমেন্টের শেয়ারের দামটা অনেক বেশি
যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রেটি
কেউ বা আবার লাইক কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া
মাছের ছবি দিয়া কইবো আমিন লিখেন মিয়া
জোকার মিয়াও ফলোয়ার সুযোগ কইরা দিছে
ফ্রেন্ডলিস্টে না ঝুইলা থাইখা চুপচাপ থাকবা বসে
কালা মাইয়া দলা সাইজা প্রোফাইলে দেয় ছবি
ছবি দেইখা পোলাপাইন সব হইতাছে আজ কবি
আসলেতো ফেক আইডি সব মাইয়ার আইডি না
পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না
এ সুবিধা ফেইসবুক দিছে আর কেউ দিবে না
আমগো দেশে…
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না ।৪
কালের কন্ঠ, যোগান্তর, ইনকিলাব, প্রথম আলো
আগের মত পত্রিকা সব চলেনা আর ভাল
ফেইসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে
হুদায় কেন টাকা দিয়া পেপার কিনবো মিছে
খবর এখন তৈরি হয়না আমরাই তৈরি করি
মনের মত কইরা তারপর খবর তৈরি করি
সত্য কিবা মিথ্যা হোক তা আমার দেখার না
আমি একজন সংবাদিক, এটাই সান্তনা
যদিও আমার লিখায় থাকে হাজার ভুল
তবুও আমি চলছি চলবো নড়বো না এক চুল
ফেইসবুক সেলিব্রেটি আমি কাউরে ডরাই না
আমগো দেশে….
আমগো দেশে ফেইসবুক আছে আমরা বলদ না ।
সময়ের কফিন
পাতা ঝরে জাওয়া কুয়াশার কোন দিনে কুড়ে কুড়ে খাই কৈশরের ঋণে
ঘাস জমে থাকা শিশির ফোটার দল সুরে সুরে ধায় কৈশোরের বিণে
শিতের সকালে খালি পায়ে হেটে চলা একি আনন্দে একা একা কথা বলা
সব কিছু খেল সময়ের কফিনে
পাতা ঝরে জাওয়া কুয়াশার কোন দিনে কুড়ে কুড়ে খাই কৈশরের ঋণে
ঘাস জমে থাকা শিশির ফোটার দল সুরে সুরে ধায় কৈশোরের বিণে
এই যে বেদনা অশ্রম্ন শিক্ত জল ভীর করে মনে মন খারাপের দল২
পাশ ফিরে দেখি নাটায় সূতো নিয়ে মাঠে প্রামন্তরে এগরের কোলাহল
ভাবনার আকরে অতিথের ঘর খেলা সব কিছু খেল সময়ের কফিনে
পাতা ঝরে জাওয়া কুয়াশার কোন দিনে কুড়ে কুড়ে খাই কৈশরের ঋণে
ঘাস জমে থাকা শিশির ফোটার দল সুরে সুরে ধায় কৈশোরের বিণে
চুর পুলিশ আর কানা মাছির ঐ খেলা
ধ্রম্নহের আগুনে পুড়ে করে অবহেলা
কলমের কালি ফুরিয়েছে সেতো কবেই
ওই পোকা খেল কাগজের শলাকলা
ভাবনার আকরে অতিথের ঘর খেলা সব কিছু খেল সময়ের কফিনে
পাতা ঝরে জাওয়া কুয়াশার কোন দিনে কুড়ে কুড়ে খাই কৈশরের ঋণে
ঘাস জমে থাকা শিশির ফোটার দল সুরে সুরে ধায় কৈশোরের বিণে
শিতের সকালে খালি পায়ে হেটে চলা একি আনন্দে একা একা কথা বলা
সব কিছু খেল সময়ের কফিনে
পাতা ঝরে জাওয়া কুয়াশার কোন দিনে কুড়ে কুড়ে খাই কৈশরের ঋণে
ঘাস জমে থাকা শিশির ফোটার দল সুরে সুরে ধায় কৈশোরের বিণে
মামু খালু নাই
আরে আমি বেকার..
আমার চাকরি নাই
মামু খালু নাই..
ঘুষের টাকা ও নাই...
এখন কি হবে উপায়?
আরে হায় হায়..
কি করবো এখন..
চাকরি চাই রে...চাকরি চাই রে...
চাকরি নাইরে চাকরি নাই ..
চাকরি নামে সোনার হরিণ
কোথায় খুঁজে পাই।
আমার মামু খালু নাই,,
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বোঝা হয়ে.
ভবঘুরে দিন কাটাই......। (দুই বার)
হাইরে হাই...
তুইতো তুইতো তুইতো...
পড়াশোনায় ভালো ছিলি
বিএ এমএ পাস দিলি।(দুই বার)
সার্টিফিকেট সবই নিলি....
কত জায়গায় সিভি দিলি।
তবুও তোর চাকরি হয় না ভাই।
আমার মামু খালু নাই,,
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বোঝা হয়ে.,
ভবঘুরে দিন কাটাই......। (দুই বার)
মামু খালু নাই...
চাকরি আমি কেমনে পাই..
তাইতো দেশের বোঝা হয়ে …
ভবঘুরে দিন কাটাই.......।
আবুল ও আবুল
তুই কেমনে চাকরি পাইলে
রোজি ক্লাসে বকা খেলি...
পাস করলি ঠেঁলেঠুলে
জবাব শুনে অবাক হয়ে যায়...
এইখানে যে মামু খালুর গন্ধ খুঁজে পাওয়া যায়।
মামু খালু নাই
চাকরি আমি কেমনে পাই..
তাইতো দেশের বোঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই।(2 বার)
আহারে আহারে আহারে.....
স্বাধীনতার জয়ন্তীতে
হয়না মেধার মূল্যায়ন
ওই মেধাবীর গরীব
পিতা বল যাবে কই এখন । (2 বার)
ন্যায়ের মুখের সরাও ছাই
মেধার সঠিক মূল্য চাই,
মেধার সঠিক মূল্য চাই ।
আমার মামু খালু নাই
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বোঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই
মামু খালু নাই
চাকরি আমি কেমনে পাই
তাইতো দেশের বোঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই।
তাইতো দেশের বোঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই।
তাইতো দেশের বোঝা হয়ে
ভবঘুরে দিন কাটাই।
পড়ালেখা করে যে
গাড়ি ঘোড়া চড়ে সে
এই কথাটা ছিল নাকি বইয়েতে
বাস্তব জীবনে পড়ালেখা কিছু না
ফাইনালে চাকরিটা জোটে না।
সেলফি ভাইরাস
••কোন যামানায় পড়লাম রে
মোবাইল সব খাইলো রে..
আদব আখলাক যা ছিলো..
সব উইড়া গেল রে..
ঠান্ডা কাশি জ্বরের রোগ..
করে এখন অভিযোগ..
কি এমন সুখ পাইলি তোরা..
আমায় ভুইলা রে..
এখন আর কোন রোগ টোগ নাই..
আসল রোগ তা বইলা ফালাই..
নতুন রোগে আক্রান্ত আজ..
হইছে সকলে..2
••সেলফি ভাইরাস আইলো এ কালে••
ভাইরাস... ভাইরাস ও সেলফি ভাইরাস..
আইলো দেশে নাই কাজ..
লোকজন তুলে সেলফি..
মোবাইল দিয়া সারাটা দিন..
••ঘর থেকে যা শুরু কইরা..
মসজিদেতে আছে…
খাবার টেবিল গোসল খানা..
বাদ নাই কোন টাতে..
কি খাইলো আর কি পড়িলো..
এটাও তুলে সেলফি..
ফেসবুকে তে আপলোড দিয়া..
লাগায় শুধু ভেল্কি..
মায়ের সাথে বোনের সাথেও..
গলাগলি সেলফি..
গার্লফ্রেন্ড থাকলে কথাইতো নাই..
না তুললে আর হয় কি..
এই হলো আজ দুনিয়ার হাল..
সেলফি রোগ করছে বেশা হামাল
দিন যতই যায় ততোই রোগী..
বাড়ছে এক তালে..2
••সেলফি ভাইরাস আইলো এ কালে••
রোটঘাটে তে কত মানুষ..
এক্সিডেন্টে মরে..
আমরা তখন সেলফি তুলে..
যানান দেয় পোস্ট করে..
দশ ঘিরে থাকলে..
নয়জন সেলফি তুলায় বিজি..
আহত লোক মারা যেতে..
এই কারন তাই ইজি..
চোখের সামনে ঝগড়া ঝাটি..
করে যদি কেহ..
থামাবো তো দূরের কথা..
সেলফি তুলাই বেস্ত..
এই হলো আজ দুনিয়ার হাল..
সেলফি রোগ করছে বেশা হামাল
দিন যতই যায় ততোই রোগী..
বাড়ছে এক তালে..2
••সেলফি ভাইরাস আইলো এ কালে••
যাকাত সদকা অনুদান..
যদি কেহ করে..
এক কেজি চাউল দিয়া..
সেলফি তুলে মোবাইল ভরে..
ফেসবুকে তে পোস্ট করে..
চায় শুধু লাইক শেয়ার..
কমেন্ট বক্সেও মিলে তখন..
হলেক সেলফির বাহার..
হাফেজ আলেম মুফতি ইমাম..
বাদ নাই যে কেহ আর..
ছাত্র শিক্ষক ডাক্তার নেতা..
উকিল আর বেরেস্টার..
যে লোক যেমন সেলফি..
তেমন ভালো খারাপ দেখতে কেমন.. 2
সব কিছু একজাস্টিফাই হয়..
ফেসবুক ওয়ালে..2
••সেলফি ভাইরাস আইলো এ কালে••
ভাইরাস... ভাইরাস ও সেলফি ভাইরাস..
আইলো দেশে নাই কাজ..
লোকজন তুলে সেলফি..
মোবাইল দিয়া সারাটা দিন..
মসজিদে নামাজে গেলে..
সেলফি ইবাদাতে..
ইতেকাফে বসে সেলফি..
কোরআন তেলাওয়াতে..
সভা সমাবেশ কিবা..
বয়ানের মাহফিলে..
বক্তা শ্রোতা সবাই এখন..
সেলফির দখলে..
হজ্জ উমরা করতে গিয়েও..
আদব আখলাক ভুলে..
আল্লার ঘরকে সামনে রেখে..
শুধুই সেলফি তুলে..
এই হলো আজ আমলের হাল..
সেলফি রোগ করছে বেশা হামাল
দিন যতই যায় ততোই রোগী..
বাড়ছে এক তালে..2
••সেলফি ভাইরাস আইলো এ কালে••
আমি বলি ভালো কাজের..
সেলফি তুলো যেমন..
খারাপ কাজটাও করার সময়
সেলফি তুলো তেমন
দূরনীতি বাজ দূরনীতিতে..
চোর চুরিতে সেলফি..
মানুষ যখন ঠকাও তখন..
হয়ে যাক না সেলফি..
তাহলেই তো চেনা যাবে..
কে খারাপ কে ভালো..
সমাজ টাকেও গড়া যাবে..
দিয়ে ন্যায়ের আলো..
অযথা আর সেলফি নয়..
দূর করতে সব অবক্ষয়..
এই সমাজকে পাল্টে দিবো..
কোরআনের আলোয়..
এসো করি আজ প্রত্তয় ....4
মোহাম্মাদ তুমি ধ্যানের ছবি
মনে পড়ে যায় তোমায় নবী মনে যায় প্রিয় নবী এলোমেলো লাগে পৃথিবী
তুমাকে খুঁজি তুমাকে ভাবি তুমি বিনে শূণ্য সবই
মোহাম্মাদ মোহাম্মাদ তুমি ধ্যানের ছবি মোহাম্মাদ মোহাম্মাদ তুমি আলোর রবি…২
তুমারই পরশে ধরা পেয়েছে খুশিরই ধারা কেটেছে আধার কালো ঘন কুয়াশা…২
তব আগমনে পৃথিবী পেয়েছে ফুলের সুরবী
তুমি মোর সবই ওহে আল-আরাবি…২ হাজারও প্রানে ইয়া রাসূলুলল্লাহ
মোহাম্মাদ মোহাম্মাদ তুমি ধ্যানের ছবি মোহাম্মাদ মোহাম্মাদ তুমি আলোর রবি…২
তুমার স্বরণে কেঁদে যায় গোপনে পাব কি তুমার দেখা এই জিবনে…২
সারা বেলা পড়ে মনে বল না ভুলি কেমনে
তুমি মোর নয়নে সয়নে স্বপনে…২ বুকের গহিনে ইয়া রাসূলুলল্লাহ
মোহাম্মাদ মোহাম্মাদ তুমি ধ্যানের ছবি মোহাম্মাদ মোহাম্মাদ তুমি আলোর রবি…২…২
ভালোবাসা কই...
বঞ্চিত মানবের চোখের পাতায়
সঞ্চিত স্বপ্ন গিয়েছে ফুরে
অঙ্কিত প্রেমের দেয়াল ছবি
উইপোকা খেয়েছে কুঁড়ে কুঁড়ে ||
ভালোবাসা কই...ভালোবাসা কই
সে তো থাকে দূর সুদূরে
সে তো থাকে দূর সুদূরে
ভালোবাসা কই...ভালোবাসা কই ||
এখানে অহমিকা অট্রোহাসে
বদ্রলাজুক সত্য কথা
মিথ্যের মোহচালে নিত্য জীবন
ধারন করে প্রেম বিনতা ||
মায়া মমতা যায় না পাওয়া ||
জুলুম বাজের মর্ত জুড়ে ||
ভালোবাসা কই...ভালোবাসা কই
সে তো থাকে দূর সুদূরে
সে তো থাকে দূর সুদূরে
ভালোবাসা কই...ভালোবাসা কই ||
চন্ডী বা নিশিতে প্রস্তুতি নেয়
দুষ্টু যত বিপথের দল
সিন্ধুকে পুরে মারে যে তালা
অসহায়ের শেষ সম্বল ||
মুখোশের আরালে অন্য ছবি ||
বর্ন করে রাখে মুড়ে ||
ভালোবাসা কই...ভালোবাসা কই
সে তো থাকে দূর সুদূরে
সে তো থাকে দূর সুদূরে
ভালোবাসা কই...ভালোবাসা কই ||
তুমি ছাড়া কেউ নেই বলে দুটি আঁখি
তুমি ছাড়া কেউ নেই বলে দুটি আঁখি তুমি ছাড়া পৃথিবীর সব মিছে ফাঁকি
তুমি ছাড়া সব কাজ যেন বৃথা পন্ড তুমি ছাড়া কেউ নেই বলে হৃদপৃন্ড
তুমি ছাড়া পৃথিবীর সব ভালহীন তুমি ছাড়া কাটবেনা কারও ভাল দিন
রক্তের প্রতি কণা বলে তুমি আল্লাহ তুমি ছাড়া কেউ নেই তুমি ইলাহ
হাসবি রাবিব জালল্লালল্লাহ মাফি কলবি গয়রুলল্লাহ নূর মোহাম্মাদ (সঃ) লা ইলাহা ইলল্লালল্লাহ…২দ
তুমি জান এ মনের সব অনুভতি তুমি ডাল প্রত্তুসে পৃথিবীতে জ্যুতি
তুমি ছাড়া আমি যেন নিঃস্ব নিরব তুমি ছাড়া এই মনে নেই কোন রব
রক্তের প্রতি কণা বলে তুমি আল্লাহ তুমি ছাড়া কেউ নেই তুমি ইলাহ
হাসবি রাবিব জালল্লালল্লাহ মাফি কলবি গয়রুলল্লাহ নূর মোহাম্মাদ (সঃ) লা ইলাহা ইলল্লালল্লাহ…২
তুমার হুকুম ছাড়া নাহি কিছু হয় বুকে তুমি ছাড়া প্রভু নেই কারও ভয়
তুমি ছাড়া কেউ নেই শহর নগরে তুমি ছাড়া সৃষ্টি যে কেউ না করে
রক্তের প্রতি কণা বলে তুমি আল্লাহ তুমি ছাড়া কেউ নেই তুমি ইলাহ
হাসবি রাবিব জালল্লালল্লাহ মাফি কলবি গয়রুলল্লাহ নূর মোহাম্মাদ (সঃ) লা ইলাহা ইলল্লালল্লাহ…২
কিছু রাত আছে
কিছু রাত আছে ভোর হয় না
কিছু দিন আছে আলো দেয় না... 2
এমনি কিছু রাত দিন,,
আমার জীবন থেকে মুছা যায় না
কিছু রাত আছে ভোর হয় না
কিছু দিন আছে আলো দেয় না 2
কিছু কিছু মন আছে চেনা যায় না
কিছু কিছু ক্ষণ আছে ভুলা যায় না...2
এই মন আর ক্ষণ জীবনে কবু বদলায় না
কিছু রাত আছে ভোর হয় না
কিছু দিন আছে আলো দেয় না... 2
কিছু কিছু কষ্ট আছে ব্যাথা দেয় না
কিছু কিছু অশ্রু আছে ঝরে পড়ে না...2
এমন দুঃখ জীবনে যেন আর আসে না
কিছু রাত আছে ভোর হয় না
কিছু দিন আছে আলো দেয় না... 2
এমনি কিছু রাত দিন,,
আমার জীবন থেকে মুছা যায় না
কিছু রাত আছে ভোর হয় না
কিছু দিন আছে আলো দেয় না 2
প্রাণের মাধিনা
মাদিনা……. মাদিনা………. মাদিনা
মন যে আমার যায় যেতে চাই সোনার মাদিনা
তার প্রেমেতে আমি অদম হলাম দিওনা…২
মনেতে কত আশা বেঁধেছে প্রেমের বাসা…২
দেখব গিয়ে নূরের মাধিনা
আমি যাব যাব যাব ওগো প্রাণের মাধিনা…২
মন যে আমার যায় যেতে চাই সোনার মাদিনা
তার প্রেমেতে আমি অদম হলাম দিওনা…২
আরব সাগর পাড়ি দিয়ে যাব নবীর দেশে নবীর দিদার পেতে আমি ঘুরি পাগল বেশে…২
পাব কী নবীর দেখা কাঁদিযে বসে একা…২ এ পরানে আর তো সহেনা
আমি যাব যাব যাব ওগো প্রাণের মাধিনা…২
মন যে আমার যায় যেতে চাই সোনার মাদিনা
তার প্রেমেতে আমি অদম হলাম দিওনা…২
গরীব বলে আমি শুধু কাঁদি বসে একা গভীর রাতে ভাবি শুধু পেতে নবীর দেখা…২
দেখা পেলে যে তাহার খুশিতে হব বাহার…২ পূরণ হবে মনের বাসনা
আমি যাব যাব যাব ওগো প্রাণের মাধিনা…২
মন যে আমার যায় যেতে চাই সোনার মাদিনা তার প্রেমেতে আমি অদম হলাম দিওনা…২
প্রার্থনা...
আসার প্রদিপ গুলো কখন জানি নিরাশায় রূপ নেই হায়
ব্যাথা তোর মন বুঝেনা বুঝেনা কাঁদি শুধু রোজ নিরালায়…২
আল্লাহ ওআল্লাহ তুমি ছাড়া আমি বড় অসহায়
ইয়া মুকলিল্লবাল কোলোব ছাববিত কলবি আলা দ্বিনিকা…২
সুখ কতকাল দেয়না ধরা হারিয়ে নিরের খুঁজ
ভুল ভরা জিবনে অমানিশা আঘাত হেনে যায় রোজ
কেন মন হলে এমন বলনা কিসের শূন্যতা
আল্লাহ ওআল্লাহ তুমি ছাড়া আমি বড় অসহায়…২
ইয়া মুকলিল্লবাল কোলোব ছাববিত কলবি আলা দ্বিনিকা…২
স্বপ্নে ভিবর এই জিবন আমার কত পথ পাড়ি দেয়…২
বিফল হয়ে ফের কেঁদে উঠে ভেঙ্গে যায় এ টুকুতেয়
জানিনা জানিনা কিসের সে অল্পতায়
আল্লাহ ওআল্লাহ তুমি ছাড়া আমি বড় অসহায়…২
কালেমা নসিবে মোর দিও
ডেকে নিবে যেদিন আমারে
তোমার প্রিয় করে নিও
হায়াতের দিন ফুরালে
খাতেমা ঈমান মোরে দিও
ও আল্লাহ...আল্লাহ ||
কালেমা নসিবে মোর দিও||
তোমাকে করেছি পর দুনিয়া বুকে
দুনিয়া করেছে পাপি মরি ধুকে ধুকে
পরিনতি হবেকি.... চলে গেলে দম
মালাকুল মাউত আমার আসবে যখন
তখন তোমার রহমের হাত বাড়িও
কালেমা নসিবে মোর দিও ||||
দুহাতে কেড়েছি হক কত মানুষের
আঘাতে করেছি ক্ষত কত যে মনের... 2
মানিনিতো তোমারে........ থেকেছি বিমুখ
জবাবের ভয়ে বুকে কাপে ধুক ধুক
দয়াল মাবুদ... মরনে কৃপা রাখিও
কালেমা নসিবে মোর দিও ||||
নবীয়ালল্লাহ
নবীয়ালল্লাহ হাবিলল্লাহ…২ শাফিয়ালল্লাহ রাসূলল্লাহ
নূর ছড়ালে তুমি হেরা হতে জগতময় লাতমানাতের দিন হল শেষ আসলরে বিজয়…২
তপ্ত মূরুর বুকে রহমের ধরা বয়…২ ওগ নবী ধন্য ধরা তুমার উছিলাই
নবীয়ালল্লাহ হাবিলল্লাহ…২ শাফিয়ালল্লাহ রাসূলল্লাহ
শামিন্ত সুখের ধরা তুমি দিলে উপহার সব জুলুমের অবসানে জয় মানবতার…২
তুমার ছবি আঁকা এই হৃদয় আলপনায়…২ বন্ধু ওগ প্রিয়তম আলোক জোত্যিরময়
নবীয়ালল্লাহ হাবিলল্লাহ…২ শাফিয়ালল্লাহ রাসূলল্লাহ
তার নেই তুলনা
তার নেই তুলনা তার সম কেহ না [তার লাগি হও দিওনা…২
তার নামে গাও গান বল আল্লাহ মহান [পাবে অগনিত তার অনুদান…২
তারে ভুলে যেওনা ওরে অবুজ মনা…২
নিশিরাতে কেঁদে কেঁদে তারে জপনা
তার নেই তুলনা তার সম কেহ না তার লাগি হও দিওনা
তারে ভাব নিরালাই ডাক তারে সিজদায়…২
তার মত বন্ধু আর কেহনা
তার নেই তুলনা তার সম কেহ না তার লাগি হও দিওনা
তারে কেন খুঁজনা কেন তারে বুজনা…২
তারে পেলে সবই পাবি তাকি জাননা
তার নেই তুলনা তার সম কেহ না তার লাগি হও দিওনা…২
তার নামে গাও গান বল আল্লাহ মহান পাবে অগনিত তার অনুদান
ও মুসলিম
ওগো মুসলিম তুমি ঘুমিওনা আর হৃদয়ের চোখ খুল
নিজেদের যত দ্বন্ধ বিভেদ আজ থেকে সব ভুল…২
ও মুসলিম………..
বিশ্বজুরে মুসলমানের জীবন আজ বিপন্ন
নিজ ঘর থেকে বিতাড়িত হয় পাইনা বস্র-অন্ন
হাজারো বোনের ইজ্জত আজ হচ্ছে যে লুন্ঠিত
ফুলের মত নিশ্বাপ শিশু মরছে শত শত
আফগানেতে হাফেজ শিশু মরল শতশত
এক মালালার মমতায় যাদের উথলে উঠে প্রাণ
চেয়ে দেখ আজ চুপ করে আছে যত (ঐ সব) সব বেঈমান…২
মুসলমানের জন্যে তবে কি নেই মানবাধিকার ?…২
নীতিহীন ঐ জাতিসংগকে জানাই তবে ধিক্কার
ও মুসলিম………..
পৃথিবীর যতো বাতিল (কুফুরী শক্তি) শক্তি হয়ে গেছে সবে এক
বিভক্ত কেবল তরাই আছিস দেখরে চেয়ে দেখ…২
ওরা এক হয়ে মারছে তোদের ছলে-বলে কৌশলে
যুগ যুগ ধরে পৃষ্ট তোরাই জুলুমের যাঁতাকলে
অনেক হয়েছে আর নয়, আজ একসাথে জাগো সবে
এখনু যদি না জাগো আর জাগবে কবে তবে…২
চুপ করে (ঘরে বসে থেকে) থেকে হয়ত ভাবছো পেয়ে যাবে তুমি পার
জেনে রেখ তুমি মুসলিম, ওরা দেবেনা তুমায় ছাড়
ও মুসলিম………..
কে শিয়া আর কে সুন্নি থাকনা সেসব দ্বন্ধ
বিধাতি ওহাবি ফিরকাবাজি সব হোক না আজ বন্ধ
ছোট খাঁটো ভুলে দূরে ঠেলোনা (ঠেলোনা দূরে), করোনা গাল মন্দ…২
নিজেদের পায়ে মেরো না কুঁড়াল থেকোনা আর অন্ধ
নিজের গায়ে দংশনে কেন বেদনায় হও নীল
নিজেদের প্রতি রহম করো, এক করো সব দিল…২
এক হয়ে যদি গর্জে ওঠো, দেখাও ঈমানী শক্তি
পৃথীবিতে যত কুফফার আছে করবেই তবে ভক্তি…২
ও মুসলিম………..
আমি রাতের আধার দেখেছি
আমি রাতের আধার দেখেছি আমি দিনের প্রহর দেখেছি…২
দেখেছি ফুল ফল শামন্ত দিঘীর জল…২
দেখিনায় শুধু তুমাকে আমার এই পুরা চোখে
ইয়া রাহিম ইয়া কারিম ইয়া রাহিম রহমান…২
দেখেছি আকাশের নীল চাঁদ আর তারকার মিল…২
দেখেছি মেঘের বেলা পাখ পাখালির খেলা…২
দেখিনায় শুধু তুমাকে আমার এই পুরা চোখে
আমি রাতের আধার দেখেছি আমি দিনের প্রহর দেখেছি
দেখেছি ফুল ফল শামন্ত দিঘীর জল…২
দেখিনায় শুধু তুমাকে আমার এই পুরা চোখে
আলল্লাহু আলল্লাহু আলল্লাহু আলল্লাহু আলল্লাহু….
দেখেছি ফাগুনের রঙ তুমার সৃষ্টি অনুপম…২
দেখেছি মেঘের বেলা পাখ পাখালির খেলা…২
দেখিনায় শুধু তুমাকে আমার এই পুরা চোখে
আমি রাতের আধার দেখেছি আমি দিনের প্রহর দেখেছি…২
দেখেছি ফুল ফল শামন্ত দিঘীর জল দেখিনায় শুধু তুমাকে আমার এই পুরা চোখে
হৃদয় মাঝে মালা গাঁথি
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটমন্ত ফুল মনের বাগানে…২
তুমি যে প্রিয় নবী’’….তুমি যে ধ্যানের ছবি তুমাই নিয়ে ভাবি আমি প্রতিটি খনে
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটমন্ত ফুল মনের বাগানে
প্রেম বিরহে ঢেউ জাগে আজ ব্যাথার শাইয়রে
সর্ব হারার কাব্য লিখি জরদাখরে…২
নাহি গো সুখের রবি যা কিছূ আধার সবিই…২
শ্রাবণ মেঘের মত কাদি তুমার স্বরণে
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটমন্ত ফুল মনের বাগানে
তোমার আশাই যায় কেটে যায় দিবস রজনি
তুমায় নিয়ে এই হৃদয়ে স্বপ্ন যে বুনি…২
দাওনা দেখা তুমি হয়েছি ব্যাকুল আমি…২
তুমার প্রেমে জ্বলি সদা দুঃখের দহনে
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটমন্ত ফুল মনের বাগানে
তুমি যে প্রিয় নবী’’….তুমি যে ধ্যানের ছবি তুমাই নিয়ে ভাবি আমি প্রতিটি খনে
হৃদয় মাঝে মালা গাঁথি ছন্দে আর গানে
তুমি আমার ফুটমন্ত ফুল মনের বাগানে
শাদি মোবারক
~~শুভ কামনা...
দুই পৃথিবী...
....দুই মনের আজ......
..একটি হৃদয়ে গাঁথা....
...মারহাবা শাদি মোবারক মারহাবা .....
... রাসূলের অনুসরণে বরকতের আজ সব দোয়া ...
...মারহাবা শাদি মোবারক মারহাবা .....
...মা বাবা সাথি সজনের বুকভরা আছে দোয়া....
...মারহাবা শাদি মোবারক মারহাবা .....2
....একলা চলা পথের ....
.... হলো আজকে অবসান...
.... বাজবে এখন একি....
... সুরে দুই জীবনের গান.... 2
...নর নারীর জীবন খুঁজে....
.... পাই বিয়েতে পূর্নতা....
...মারহাবা শাদি মোবারক মারহাবা .....2
....হয়নি দেখা যাকে....
...লেখা ছিলো কপালে...
.... বাঁধলো জীবন আজি....
... তার প্রেমের শিকলে... 2
...পবিত্র এক বাঁধন বিয়ে...
...জান্নাতী সুখে বাধাঁ...
বিয়ের দিনে
দুটি প্রাণের মিলন বেলাই
করছি সুখের আরাধনা
তোমাদের সুখ অফুরান হোক
আজ আমাদের এই বাসনা ...2
বিয়ের দিনে করছি সবাই
তোমাদের জন্য,...
শুভ কামনা | বারাকাল্লাহ.......
বধুর বেশে স্বপ্ন আসুক
বরের ঘরে রহম নামুক
দুটি জীবন এক হয়ে যাক
সারা জীবন আনন্দে থাক
দূর হয়ে যাক বেদনার দিন
সংসার হোক প্রেম সাধনায়
শুভ কামনা | বারাকাল্লাহ.......
পৃথিবী জানুক তোমরা সুখী
আনন্দ পাও বহুমুখী
নতুন জীবন তাই স্বাগতম
যুগল জীবন হোক মনোরম
বন্ধু-স্বজন অগ্রজ অনুজ
সবার বুকে দোয়া কামনা
শুভ কামনা | বারাকাল্লাহ.......
ক্বাবা মাদিনা
একবার আমাকে দেখাও দয়াল ক্বাবা মাদিনা এই মন জুরাবে মনে কোন দুঃখ রবেনা
দিলের মাঝে এই বাসনা আর কিছু চাইনা
একবার তুমি নিও আমায় শাহে মাদিনা- মাদিনা.. মাদিনা…..ঐ
তুমি আছ শুয়ে নবী দূর আরবের মদিনায়
তুমায় দেখার আশাই এমন বারে বারে ছুটে যায়
তোমার লাগি কান্দে পরাণ’’…. মন যে মানে না
জিবনে একবার যেতে চাই সোনার মদিনা- মাদিনা.. মাদিনা…..ঐ
কত আশা ছিল মনে যাব মক্কা মদিনা
কবুল কর ওগ প্রভু আমার মনের কামনা
তুমার কাছে এই মিনতি’’……..ওহে রববানা
জিবনে একবার যেতে চাই সোনার মদিনা- মাদিনা.. মাদিনা…..
একবার আমাকে দেখাও দয়াল ক্বাবা মাদনিা এই মন জুরাবে মনে কোন দুঃখ রবেনা
দিলের মাঝে এই বাসনা আর কিছু চাইনা
একবার তুমি নিও আমায় শাহে মাদিনা- মাদিনা.. মাদিনা…..
দাওনা আজি প্রাণ ভরে
দাওনা আজি প্রাণ ভরে তুমার ভালবাসায়…২
বিশ্বাসে প্রভু ডাকি তোমায়’’ একা নিরালায়
দাওনা আজি প্রাণ ভরে তুমার ভালবাসায়…২
সব কিছুর পরে তুমি জানি তুমি আমার রব
তোমার খুশিতে হয় যেন মনের সকল উৎসব…২
এই হৃদয়ে ফুল ফোটাও’’ তুমার সু সমান
নিশ্বাসে পাই বাঁচার খোরাক’’ তুমারই দয়ায়
দাওনা আজি প্রাণ ভরে তুমার ভালবাসায়…২
যা কিছূ করি আমি যেন তুমার করে হয়
তোমার পথে তোমার মতে দিও তুমি আশ্রয়…২
রব তুমি আমার মালিক’’ তুমি দয়াময়
নিশ্বাসে পাই বাঁচার খোরাক’’ তুমারই দয়ায়
দাওনা আজি প্রাণ ভরে তুমার ভালবাসায়…২
বিশ্বাসে প্রভু ডাকি তোমায়’’ একা নিরালায়
দাওনা আজি প্রাণ ভরে তুমার ভালবাসায়…২
জানাযা
কত জানাযার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন
কোথায় যেন আছে আমার ঐ তৈরি সাদা কাফন
জানাযার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন
কত জানাযার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন
আমার তরি বাঁধা আছে কোন সে খেয়া ঘাঁটে
কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ খাটে…২
কখন কোথাই করবে দাফন আমাকে স্বজন
জানাযার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন
কত জানাযার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন
কোন বাতাসে কোথাই যেন দোলছে বাঁশের জার
কোন সে মাটি কোন খানে ডাকেরে বার বার…২
কোথাই যেন কবর যাত্রী আছেরে চারজন
জানাযার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন
কত জানাযার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন……২
তলায়াল বাদরু আলাইনা
তলায়াল বাদরু আলাইনা মিনছানি ইয়াতিল ওদা
ওজাবাস শুকরো আলাইনা মাদাআ’লিলল্লাহিদা
আইয়ুহাল মাবয়ু সুফিনা জিত্তাবিল আমরিল মুত…
জিত্তাসার রফতাল মাদিনা মারহাবান ইয়া খয়রদান…..ঐ
নতুন করে সাঁজবে ধরা হাঁসবে গমোট বসমন্তরা
আরব আজম চঞ্চলতাই একটু সুখের শামন্তনা চাই
নিজ রাতে তার তাই মদিনা গাইলনাতে প্রেম ছাবিনা
তলায়াল বাদরু আলাইনা মিনছানি ইয়াতিল ওদা
ওজাবাস শুকরো আলাইনা মাদাআ’লিলল্লাহিদা
তলায়ান নূরুল মুবিন নূরু খয়রিল মুরসালিন
নূরু আমিনা সালাত নূরু হাক্কিন ওয়াকিল
আনতা সামছুন আনতা বাদরুন আনতা নুরুন ফাক নূর
আনতা ইকসির রুওগনি আনতা মিছবাহুস সুদুর
আয়ে সরকারে মাদিনা লায়ে আনয়ারে মাদিনা
আয়ে সরকারে মাদিনা লায়ে…………..
আপহিহা কে নবিহে ইয়া ফারিদি ইয়া শাফিহে’’
মুজদাওনা ইয়ে বাসাক আবে তামান্না ইয়ে সাহারক’’
মুজদায়ে সাবেনাহী রেহনা
গ্রো দ্যা ব্রাইট মোন রোজ অবারাইজ ফ্রম দ্যা হোয়েন ইন অফ ওদা
এন্ডবি ইউ মি টু সো গ্রেটফুলনেস ফর দ্যা কলিস টু আল্লাহ
তলায়াল বাদরু আলাইনা মিনছানি ইয়াতিল ওদা
ওজাবাস শুকরো আলাইনা মাদাআ’লিলল্লাহিদা
তুমার নামে ছন্দ লিখি
তুমার নামে ছন্দ লিখি লিখি কবিতা গান
সুরে সুরে মুখরিত ব্যাকুল আমার প্রাণ…২
তুমার আগমনে জগত হল উজালা
কামলি ওয়ালা…………………………….কামলি ওয়ালা
তুমি আমার সপ্ন তুমি ভালবাসা
তুমি আমার রত্ন বেঁচে থাকার আশা…২
ইচ্ছে করে বারে বারে যেতে তুমার রওজার ধারে…২
সপ্নে দেখা দাওনা নিরালায়
কামলি ওয়ালা……………………………………….কামলি ওয়ালা
তুমি মনের পাখি উরো মন আকাশে
নির্গোম রাত কটে যায় তোমার পাওয়ার আশে…২
হৃদয়েতে আছ জারি ওগো আমার নয়ন মনি…২
তাইত ভাবি সারাটি বেলা
কামলি ওয়ালা…………………………………..কামলি ওয়ালা
তুমার নামে ছন্দ লিখি লিখি কবিতা গান
সুরে সুরে মুখরিত ব্যাকুল আমার প্রাণ…২
তুমার আগমনে জগত হল উজালা
কামলি ওয়ালা………………………………..কামলি ওয়ালা
কামলি ওয়ালা………………………………………………..কামলি ওয়ালা
আসতাগ ফিরুলল্লাহ
বিপথে চলে চলরে পথ হয়েছে অনেক যাবত
আসল পথে চল এবার দিলের কর মেরামত
‘‘আসতাগ ফিরুলল্লাহ’’ ইন্নালল্লাহা গফুরুর রহিম
পরিচিত প্রলবনে প্রতিদিনই ভুল পথে পা বাড়ায়
আমি যানি যানি আমি মানি মানি অল্প অল্প করে তুমার থেকে দূরে হারায়
যেই পথ তুমার আমার নয় তুমি ছাড়া যেই পথ শেষ হয়ে, সেই পথে নিও না তুমি আল্লাহ
‘‘আসতাগ ফিরুলল্লাহ’’ ‘‘আসতাগ ফিরুলল্লাহ’’
দু’চোখের পাতাতে তুমার দেয়া আলোতে চলিনি….চলিনি তুমার কথাতে
হৃদয়ের পাড়াতে আলোর ফুল সাজাতে পাড়িনি….পাড়িনি তুমায় জরাতে
তুমার কাছে চাই পানা তুমি ছাড়া নাই জানা’’ কোথাই যাব আমি আল্লাহ
‘‘আসতাগ ফিরুলল্লাহ’’ ‘‘আসতাগ ফিরুলল্লাহ’’
অ কারন ছোতোতে তুমার কত ছোড়তে রাখিনি….বাঁধিনি প্রেমের সুতোতে
নিজেকে গোছাতে সময় ছিল দু হাতে জানিনি….জানিনি তুমায় কোড়তে
হেড়ার পথের দৌড় গোড়ায় কখন আমার পথ ফুড়ায়’’ আরজি শুন বুকের আল্লাহ
‘‘আসতাগ ফিরুলল্লাহ’’ ‘‘আসতাগ ফিরুলল্লাহ’’’’
হৃদয়ের গহিন বনে
হৃদয়ের গহিন বনে কত নানা ফুল ফুটে
তুমি ছাড়া প্রেমের মালা গাঁথিনা গাঁথিনা
ওহু মাদিনা মাদিনা হু মাদিনা মাদিনা…২
লক্ষ তারার মত তুমি জলছ এই অন্তরে
আমি পথ খুঁজে নেই সেই আলোতে গহিন আধাঁরে…২
মনজুরে তাই তুমায় পাওয়ার অসিম বাসনা
ওহু মাদিনা মাদিনা হু মাদিনা মাদিনা…২
মন তুমাকে খুঁজে কত স্বপ্নের আলিঙ্গনে
কত কল্পনাতে যায় ছুটে যায় তুমারই প্রাণে…২
অবুজ এমন তুমারই ছাড়া কিছুই বুঝেনা
ওহু মাদিনা মাদিনা হু মাদিনা মাদিনা…২
হৃদয়ের গহিন বনে কত নানা ফুল ফুটে
তুমি ছাড়া প্রেমের মালা গাঁথিনা গাঁথিনা
ওহু মাদিনা মাদিনা হু মাদিনা মাদিনা…২
তুমার নামে তুমার গানে
তুমার নামে তুমার গানে দিক পাপিয়া সুর তুলে
তুমার প্রেমে নদীর জলে বাধন হারা ঢেউ দুলে…২
সূর্যি মামা রাঙ্গায় ভূবন মিষ্টি রোদের চুম দিয়ে
জেগে ওঠে ভোরের পাখি সেই সে খোধার নাম নিয়ে…২
তুমার নামের কলরবে যায় হৃদয়ের দ্বার খুলে
তুমার নামে তুমার গানে দিক পাপিয়া সুর তুলে
তুমার প্রেমে নদীর জলে বাধন হারা ঢেউ দুলে…২
আকাশ ভরা তারার মেলা জোৎসা রাতের হাত ছানি
বয়ে চলে ভেজা বাতাস ছুয়ে যায় এই আদর খানি…২
তুমার নামের শামিন্ত নিরে সব নিরহ যায় ভুলে
তুমার নামে তুমার গানে দিক পাপিয়া সুর তুলে
তুমার প্রেমে নদীর জলে বাধন হারা ঢেউ দুলে…২
রাসূল তুমারই জন্যে হৃদয় আজ
রাসূল তুমারই জন্যে হৃদয় আজ আমার ব্যাকুল…২
ঘুমিয়ে আছ তুমি মধিনার বুকে চেয়ে দেখ এ আমি আছি কত দুঃখে…২
দেখা না পাওয়ার বৃথাটুকু শয়ে…২ হৃদয় আজ আমার ব্যাকুল
রাসূল তুমারই জন্যে হৃদয় আজ আমার ব্যাকুল…২
স্বপ্নের মাঝে ওগ দেখা দাও আমাকে
কত আশা ছিল দেখিব তুমাকে…২
নিরাশা হওয়ার কষ্টটুকু লয়ে…২
হৃদয় আজ আমার ব্যাকুল
রাসূল তুমারই জন্যে হৃদয় আজ আমার ব্যাকুল…২
ঘুমিয়ে আছ তুমি মধিনার বুকে চেয়ে দেখ এ আমি আছি কত দুঃখে…২
আকাশরে তুই বলনা আমায়
আকাশরে তুই বলনা আমায় কোন পথে তার ঠিকানা
যাব চলে তাহার কাছে মন যে আমার মানে না…২
সেযে আমার জানেরি জান প্রানের মদনিা
বারে বারে যায় ওরে মন বাধাঁ মানে না…২
মাদিনা মাদিনা প্রানের মাদিনা/মাদিনা মাদিনা সোনার মাদিনা…২
গভীর রাতে ঘুমের ঘরে ঘুম আসেনা যবে
তাহার কথা ভেবে এ মন আর থাকেনা ভবে…২
তাকে পেলে পূরণ হবে আমার স্বপ্ন সাধনা…২
মাদিনা মাদিনা প্রানের মাদিনা/মাদিনা মাদিনা সোনার মাদিনা…২
আকাশরে তুই বলনা আমায় কোন পথে তার ঠিকানা
যাব চলে তাহার কাছে মন যে আমার মানে না…২
হৃদয় মাঝে গেঁথেছি মালা
হৃদয় মাঝে গেঁথেছি মালা (তুমার প্রেমে অ মদিনা ওলা)…২
সরকারে দু আলম তুমি নবী…২ তুমি কাউছার ওয়ালা…২ অ মদিনা ওলা ঐ
তুমি এলে ধরার মাঝে নিয়ে কুরআনের আলো হো
দূর হল সব অমানিসা কেটেঁ গেল আঁধার কালো…২
তুমার স্মৃতি নবী যায়না ভুলা ওগ প্রিয় নবী কামলীওলা…২
ও ও ও আল্লাহ
হৃদয় মাঝে গেঁথেছি মালা (তুমার প্রেমে অ মদিনা ওলা)…২
সরকারে দু আলম তুমি নবী…২ তুমি কাউছার ওয়ালা…২ অ মদিনা ওলা ঐ
দীনের তরে কতনা যাতনা করেছ বরণ তুমি হুম….
দীন কায়েমে ছেড়ে দিলে নিজের প্রিয় মাতৃভূমি…২
তুমার স্মৃতি নবী যায়না ভুলা ওগ প্রিয় নবী কামলীওলা…২
ও ও ও আল্লাহ
হৃদয় মাঝে গেঁথেছি মালা (তুমার প্রেমে অ মদিনা ওলা)…২
সরকারে দু আলম তুমি নবী…২ তুমি কাউছার ওয়ালা…২
অ মদিনা ওলা ঐ
আমার আপন বলে নাইরে কিছুই
আমার আপন বলে নাইরে কিছুই সবই যে লিলল্লাহ
তার নূরের তাজালিল্লতে পুরে হয় ফানাফিলল্লাহ’’
আমি মুখে বলি আল্লাহ আমার অমন্তরেতে আল্লাহ’’
ঐ
ভবের এই সংসারে আমার সবই যেন পর মিছে আশাই
মিছে মায়ায় কেন বাধ ঘর’’
ওরে মায়ায় বাধা এই ঘর আমার’’ ওরে মন….
মনরে আমার… ওরে মায়ায় বাধা এই ঘর আমার তাহারি লিলল্লাহ
তার নূরের তাজালিল্লতে পুরে হয় ফানাফিলল্লাহ’’
আমি মুখে বলি আল্লাহ আমার অমন্তরেতে আল্লাহ’’
নেই কোন ভয় আসলে আসুক বাধার পাহার যত
আল্লাহ ছাড়া কারও কাছে হয় না মাথা নত
ওরে জিবন শুধু তারই রাহে ’’ ওরে মন…. মনরে আমার…
ওরে জিবন শুধু তারই রাহে ফি সাবিলিলল্লাহ
তার নূরের তাজালিল্লতে পুরে হয় ফানাফিলল্লাহ’’
আমি মুখে বলি আল্লাহ আমার অমন্তরেতে আল্লাহ’’ ঐ
তীর হারা এই ঢেউয়ের সাগর
তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’’
আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে (ঐ
জিবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সংগ করে জিবনের স্বাদ নাহি পাই’’ অ অ….
ঘর-বাড়ি ঠিকানা নাই দিন-রাত্রি জানা নাই চলার সিমানা সঠিক নাই
জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে’’ আমি যে সাগর মাঝিরে….. (ঐ
জিবনের রঙ্গে মনকে টানে না ফুলের ঐ গন্ধ কেমন (জানিনা’’)
জুৎনার দৃশ্য চোখে পড়েনা না না না….. তারাও ভুলে কভু ডাকে না
জিবনের রঙ্গে মনকে টানে না বৈশাখের ঐ রোদ্র ঝরে আকাশ যখন ভেঙ্গে পড়ে
ছেড়া পাল আরও ছিড়ে যায়’’ অ অ….
হাতছানি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ কেযে সংখ শুনাই দেখি ঐ ভোরের পাখি গায়
তবু তরি বাইতে হবে খেয়া পাড়ি দিতেই হবে’’ যতই ঝর উঠুক সাগরে…
তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’’
আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে….
তুমার পথের পথিক যারা
তুমার পথের পথিক যারা তুমার প্রিয় বান্দা’’
তুমার লাগি পাগল যারা’’ তুমার প্রেমে আনদ্বা
তাদের পথের পথিক আমায় বানাও ওগো খুদা
হৃদয় আমায় দাও ঢেলে দাও তুমার প্রেমেরই শুধা আ..’’ আল্লাহ……
তুমার তরে যেন করি মাথা নত কেউ বলি তুমার করি ইবাদাত মরণ কালে নসিব কর মোড়ে
কালিমায়ে শাহাদাত
তব নাম জপে জপে কাটুক আমার’’ সকাল বিকেল সন্ধা’’ আল্লাহ……
যানি সব কিছু প্রভু তুমার অধিন হয়না কিছুই তবু হুকুম বিহীন’’
অদম পাপী আমি এক দ্বীন-হিন তুমার রঙ্গে কর আমায় রঙ্গিন
মুজে তুম কাবিনা ছরকেই জাও’’ না কর তুমছে জুদা আল্লাহ……